রাজশাহী

জয়পুরহাটে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৩ মে ২০২১ , ৬:১৯:২০ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি :

করোনার বিস্তার ঠেকাতে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া জয়পুরহাটে দুইশত পঞ্চাশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে আল-ওয়াহাব ফাউন্ডেশন ও প্রফেসর পাড়া হেল্পিং হ্যান্ড এর উদ্যোগে এবং এ্যাড.তানজির আল ওয়াহাবের সহযোগিতায় শহরের হাজি বদর উদ্দিন রোডে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলে দেন জয়পুরহাট পৌর সভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রশীদ মামুন। এসময় আল-ওয়াহাব ফাউন্ডেশন ও প্রফেসর পাড়া হেল্পিং হ্যান্ড এর সভাপতি আল-আমিন সবুজ, সাধারণ সম্পাদক মনোয়ার চৌধুরি. সহ সাধারণ সম্পাদক ফজলে বীন রয়েল, সদস্য রানা উপস্থিত ছিলেন।