Uncategorized

ঝালকাঠিতে করোনা পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সচিবের জরুরী সভা

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২০ , ৭:২৪:২৩ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠিতে করোনা পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সচিবের জরুরী সভা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে করোনার বর্তমান পরিস্থিতিতে জরুরী সভা এবং সদর হাসপাতাল পরিদর্শন করেছেন করোনাকালীন এ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব কৃষি মন্ত্রনালয়ের সবিব মো. নাসিরুজ্জামান। রোববার সকালে তিনি জেলার কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের সাথে করেনার বর্তমান পরিস্থিতির নিয়ে সভা করেন। প্রধান অতিথির বক্তব্যে ওই সভায় মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার ব্যপারে তাগিদ দেন সচিব। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের করোনার পরিস্থিতিতে সরকারি বিধিবিধান যথাযথ ভাবে পালন করতে নির্দেশনা দেন তিনি। ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদুসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। এছাড়া শনিবার কৃষি সচিব ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেন।

আরও খবর

Sponsered content