দেশজুড়ে

ঝিনাইগাতীতে সড়ক পরিবহন বিভাগের সচিব নজরুলের ইসলাম উপহার সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১৬ মে ২০২০ , ৮:৩৫:৫৯ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের বিভিন্ন এলাকার অসহায় দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ১৬ মে শনিবার বিকাল ৩টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ২০০ জন হত দরিদ্র মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সচিব এবং শেরপুর জেলা সমিতি ঢাকা সভাপতি মোঃ নজরুল ইসলাম

এসময় উপস্থিত ছিলেন, সড়ক জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমিরন রায়, শেরপুর জেলা সমিতি ঢাকা সাংগঠনিক সম্পাদক আঃ আওয়াল, ময়মনসিংহ মেডিকেল কলেজের অর্থোপেটিকস বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল ইসলামসহ শিকড় সংগঠনের নেতৃবৃন্দ

এসময় সচিব নজরুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকা দরিদ্র শ্রমজীবি দুঃস্থ মানুষকে সাহায্য করতে শেরপুর জেলা সমিতি ঢাকা উদ্যোগ নিয়েছে এছাড়াও তিনি আরো বলেন, ক্লান্তি লগ্নে মানবিক কারণেই অসহায় মানুষদের সাহায্য দেওয়ার জন্য সমিতির সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে উদ্যোগ নেওয়া হয়েছে দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল কেজি, ডাল কেজি, আলু কেজি, পেঁয়াজ কেজি, বিস্কুট প্যাকেট, তৈল আধা লিটার সাবান ১টি

 

আরও খবর

Sponsered content