প্রতিনিধি ১৮ আগস্ট ২০২০ , ৮:০৩:৪৯ প্রিন্ট সংস্করণ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরের টঙ্গীর বনমালা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৫সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে টঙ্গীর বনমালা এলাকার আলী হায়দারের বাসা থেকে তাদের আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আটকৃতরা হলেন- জসিম উদ্দীন সবুজ (৪২), শেখ ফরিদ (৩০), নাদিম মাহমুদ রাব্বি (২৫), শাহনাজ (২১) ও সোনিয়া আক্তার (২৩)। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, আটকৃতরা বেশ কিছুদিন ধরেই সাধারণ মানুষকে বিভিন্ন লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ভয়বৃতি দেখিয়ে নানা কৌশল অবলম্বন করে টাকা হাতিয়ে নিত। তারা গাডীতে যাত্রীবেশে উঠে ছিনতাইয়ের কাজ করে আসছিল। মঙ্গলবার ভোরে টঙ্গীর বনমালা এলাকায় অভিযান চালিয়ে আলী হায়দারের বাসা থেকে তাদেরকে আটক করাহয়। টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ চক্রের সব সদস্যদের নামে গাজীপুরের বিভিন্ন থানায় ছিনতাই ও প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।