ঢাকা

টঙ্গীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কার্য ভেঙ্গে ফেলার হুমকিদাতা বিরুদ্ধে মানববন্ধন

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২০ , ৩:০৮:৫৯ প্রিন্ট সংস্করণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কার্য ভেঙ্গে ফেলার হুমকিদাতা ও সংবিধান অবমাননাকারীদের গ্রেফতার এবং জামাত হেফাজত ও ধর্ম ব্যবসায়ী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে মানববন্ধন।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় টঙ্গী প্রেসক্লাবের সামনে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক রোটারিয়ান মো: বিল্লাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রশিদ ভ‚ঁইয়া, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক কবির শাহ, ৫৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম স্বপন, সহ-সভাপতি মোবারক মাষ্টার, স্বপন সিকদার, সাধারণ সম্পাদক সোহেল মাদবর, প্রচার সম্পাদক আনোয়ার, ৪৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শিপলু প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ করা হয়।

আরও খবর

Sponsered content