বাংলাদেশ

টিকার তালিকা নিয়ে ফখরুলের অভিযোগ

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২১ , ১:৩৮:০৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

সরকারের মন্ত্রী ও সমাজের উচ্চশ্রেণি মানুষের জন্য ভ্যাকসিনের তালিকা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব অভিযোগ করে আরও বলেন, করোনার টিকা সংগ্রহ ও বিতরণে সরকারের সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই। সাধারণ মানুষ কীভাবে ও কখন ভ্যাকসিন পাবে সরকার তা বলছে না।

এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ জানুয়ারি সারাদেশে থানা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও খবর

Sponsered content

Powered by