ক্রিকেট

কিংবদন্তী ফুটবলার দিয়াগো ম্যারাডোনা আর নেই

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২০ , ১০:৩৯:২২ প্রিন্ট সংস্করণ

পৃধিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন দিয়েগো মারাদোনা। মৃত্যুকালে আর্জেন্টাইন কিংবদন্তির বয়স হয়েছিলন ৬০ বছর।

বুধবার কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত এই আর্জেন্টাইন।

আমি একজন আর্জেন্টিনার ভক্ত হয়ে বিশ্বাসই করতে পারছি না। যদিও বয়স হয়ে গিয়েছিল ৬০ বছর, যদিও কিছু দিন আগেই ছিলেন হাসপাতালে, তবু মনে হচ্ছিল, তিনি বেঁচে থাকবেন আরো বহুকাল। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, একজন ফুটবলপ্রেমী হিসেবে তাঁর সঙ্গে আমার সংযোগ থাকবে। আর ২০১৮ বিশ্বকাপে রাাশিয়ার স্টেডিয়ামে ম্যারাডোনাকে সরাসরি দেখার স্মৃতি তো মনে থাকবে আজীবন।

আজ হার্ট অ্যাটাকে ম্যারাডোনা নিজেই স্মৃতি হয়ে গেলেন। তবু ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪ এই তিনটি বিশ্বকাপে বিশেষ করে যে স্মৃতি উপহার দিয়ে গেছেন, সেটি আমাদের প্রজন্মের পক্ষে ভোলা সম্ভব না। তা আর্জন্টিনার সমর্থক আপনি হোন কিংবা না হোন। ম্যারাডোনার ফুটবলের জাদু তো আছেই, সঙ্গে নানা ভুলভ্রান্তি মিলিয়ে যে মানুষটা, তাকে বড্ড আপন মনে হয়। দূর আকাশের তারা না, মনে হয় যেন পাশের বাড়ির কেউ। আজ তিনি দূর আকাশের তারাই হয়ে গেলেন।

বিদায় কিংবদন্তি। বিদায় চিরবিপ্লবী। বিদায় ফুটবলের চে গেভারা।

আরও খবর

Sponsered content

Powered by