চট্টগ্রাম

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ 

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২০ , ২:২৩:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল‌্যের এক লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

শনিবার (১২ ডিসেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। খারাংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা জব্দ করে। যার মূল‌্য তিন কোটি টাকা। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরও খবর

Sponsered content