দেশজুড়ে

সীতাকুণ্ডের পাহাড়ে বসবাসকারীদের সরে যাওয়ার জন্য মাইকিং

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২২ , ৬:৪০:৩৮ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

সিত্রাং এর প্রভাবে বর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় ছোট ছোট পাহাড় ধসের আশংকা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারি বর্ষণ শুরু হলে সীতাকুণ্ড পাহাড় ধস হতে পারে। এ আশংকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বার বার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন।

উপজেলার বিভিন্ন পাহাড়ে পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার জন্য সচেতন করার লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করছে সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম। সোমবার বাড়ির জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়। সীতাকুণ্ড পাহাড়ের ছোট ছোট টিলায় ও ঢালুতে প্রায় ২০ হাজার মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করে। এরা বিভিন্ন সময়ে লোকজন পাহাড় কেটে বসতি স্থাপন করেছে। এখন এদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম বলেন, পাহাড়ে পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার জন্য মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by