বাংলাদেশ

ডিজিএফআই’র সাবেক প্রধানের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ

  প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ৪:২০:৩০ প্রিন্ট সংস্করণ

ডিজিএফআই’র সাবেক প্রধানের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ
ছবি : সংগৃহীত

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৭ ফেব্রুয়ারি দুদক’র নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে ওই টাকা উদ্ধার করে। 

আজ রোববার (২ মার্চ) দুদক’র প্রধান কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানিয়ে বলেন, তার (সাইফুল আলম) বিরুদ্ধে দুদকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। গোপন সংবাদেরভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্টে তার বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content