প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৭:৩৬:২৭ প্রিন্ট সংস্করণ
এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক হাজার ২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫৯০ জনে। এ সময় নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬ জনে।
রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃতদের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন করে খুলনা ও রাজশাহী বিভাগের বাসিন্দা। ফলে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬ জনে।
আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪৫১ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ২৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, বরিশাল বিভাগে ৮৭ জন, খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন এবং রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।