বাংলাদেশ

ডেঙ্গুতে মৃত্যু পাঁচ, হাসপাতালে ভর্তি ৭৯৬

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২২ , ৫:১৭:৩২ প্রিন্ট সংস্করণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে আরও ৭৯৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত  বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

আরও খবর

Sponsered content