রংপুর

ডোমারে ১৮ বীরাঙ্গনাকে সহায়তা প্রদান

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২১ , ৬:০৯:৩৫ প্রিন্ট সংস্করণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডোমারে ১৮ বীরাঙ্গনার মাঝে ১০ কেজি চাল ও অর্থ বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।

শনিবার সকালে চিকনমাটী ধনীপাড়া শহীদ মিজান ও আ. বারী স্মৃতি পাঠাগার চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের আয়োজনে ডোমার ও ডিমলা উপজেলার মোট ১৮ জন বীরাঙ্গনার মাঝে এই সহায়তার প্যাকেজ তুলে দেন সংগঠনের আয়োজকরা।

শহীদ মিজান ও আ. বারী স্মৃতি পাঠাগারের সভাপতি সাবেক উপ-প্রধান কর্মকর্তা (বিজেএমসি) মোস্তফা আওরঙ্গজেব করিমের সভাপতিত্বে এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়কারী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ডোমার উপজেলা শাখার আহবায়ক আল-আমিন রহমান, ডোমার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি রবিউল হক রতন, সাখাওয়াত আমিন সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content