প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৪ , ৩:৫৯:২৩ প্রিন্ট সংস্করণ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হয়েছেন তারা।
জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছেন। মহাসচিবসহ দলের প্রতিনিধিরা যাচ্ছেন। বিস্তারিত পরে জানা যাবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।