চট্টগ্রাম

ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ৮:০৮:৫০ প্রিন্ট সংস্করণ

ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতি বছরের ন্যায় ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার বিকাল ৪  ঘটিকায় কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ এর মাল্টিপারপাস হলে

 ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতির মো: আব্দুল করিম সরকার (সাবেক জেলা রেজিস্টার) এর সভাপতিত্বে  প্রফেসার খোরশেদ আলম (বুয়েট) এর সঞ্চালনায় ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক সচিব, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইপিএস এম এ মতিন খানঁ  , বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব ইঞ্জিঃ মোহাম্মদ হোসেন ভূইয়া আহবায়ক সম্মেলন প্রস্তুতি কমিটি ও সাবেক প্রধান প্রকৌশলী, অবিভক্ত ঢাকা  সিটি কর্পোরেশন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এডভোকেট আলহাজ্ব  মো: জসিম উদ্দিন ( আহবায়ক) ঢাকাস্থ দেবিদ্বার কল্যান সমিতি, কুমিল্লা উঃ জেলার বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, সাবেক অতিরিক্ত আইজিপি মোঃ শাহআলম, কেন্দ্রীয় যুবদলের সদস্য রাহাদুল আলম খান, কেন্দ্রীয় সেচ্ছাবেক দলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, সমিতির সহসভাপতি এডঃ জাহাঙ্গীর আলম সরকার, মবিন সরকার, সাবেক ঢাকা সিটি কর্পোরেশন চিফ ইঞ্জিঃ মোঃ মহসিন মোল্লা, সাবেক অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম, 

সার্বিক সহযোগিতায় ছিলেন : মো: আবুল হোসেন লিপু, এস এম ইমরান হাসান,  মো: জসিম উদ্দিন সরকার ও মো: হুমায়ুন কবির সরকার (বকুল), সাংবাদিক আক্তার হোসেন রবিন প্রমুখ। 

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রতিষ্ঠালগ্ন থেকে যারা ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতির সদস্য ছিলেন তাদের সকলের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেন।

ঢাকাস্হ  দেবিদ্বার কল্যান সমিতির সদস্য সচিব মো: মনির হোসেন সরকার -সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, ইফতার মাহফিল বাস্তবায়নে সহযোগিতার করার জন্য সকলকে আন্তরিক মুবারকবাদ জানান।

আরও খবর

Sponsered content