ঢাকা

ঢাকা-১৯ আসনে প্রতীক বরাদ্দ

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৩ , ৭:৪৮:১৭ প্রিন্ট সংস্করণ

ঢাকা-১৯ আসনে প্রতীক বরাদ্দ

১৯২ নির্বাচনী এলাকা ঢাকা-১৯ আসনের মোট ১০জন চূড়ান্ত বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেন প্রশাসক  ও রিটার্নিং অফিসার আনিসুর রহমান।

এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ঢাকা জেলা সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা তাঁদের ভোটের প্রচারণা শুরু করতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনের জন্য নির্দেশনাপত্র সরবরাহ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীদের আচরণবিধি পালন ও মতবিনিময় সভার আয়োজন থাকবে। সেখানে প্রার্থীরা তাঁদের মতামত তুলে ধরতে পারবেন।

এদের মাঝে ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম, ‘ঈগল’ তালুকদার তৌহিদ জং মুরাদ ও ডাঃ এনামুর রহমানকে ‘নৌকা’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদি আন্দোলন (বিএনএম) এর মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়াকে ‘নোঙর’ প্রতীক দেওয়া হয়েছে।

এছাড়াও গণফ্রন্টের নূরুল আমীন ‘মাছ’, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান ‘সোনালী আঁশ’, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ ‘ডাব’, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী ‘আম’, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জুলহাস ‘একতারা’,  বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভিন ‘কাঁঠাল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by