চট্টগ্রাম

‘তুমি যদি হুট করে ঢুকে যাও, আমরা বসে থাকব না’-ডা. শাহাদাত হোসেন

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ৩:৩২:১৪ প্রিন্ট সংস্করণ

'তুমি যদি হুট করে ঢুকে যাও, আমরা বসে থাকব না'-ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, “তুমি যদি হুট করে ঢুকে যাও, আমরা বসে থাকব না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তোমাকে প্রতিহত করবে।”

শনিবার (৭ ডিসেম্বর) বিকালে চন্দনাইশ উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও  দোহাজারী পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ যতই কথা বলুক না কেন, দিন শেষে তারা পালিয়ে যায়, মাঠে থাকে না। এখন বলছে আমরা বর্ডারের আশেপাশে আছি, হুট করে আমরা ঢুকে যাবো। তুমি যদি হুট করে ঢুকে যাও আমরা বসে থাকবো না। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমরা প্রস্তত আছি। অশান্তি সৃষ্টির অপচেষ্টা করবেন না। বাংলাদেশের মাটিতে কোন ধরনের উদ্দেশ্য প্রনোদিত কার্যকলাপ মানুষ সমর্থন করে না। বিগত ১৬ বছর আওয়ামী লীগ বিরোধী মতকে কঠোরভাবে দমন করতে গিয়ে মানুষকে হামলা-মামলা দিয়ে নির্যাতন করেছে। অসংখ্য মানুষকে হত্যা করেছে। বিশেষ করে জুলাই আগস্ট বিল্পবে ছাত্র-জনতাকে হত্যা ও নির্যাতন করেছে। দেশকে লুটপাট করে পালিয়ে গেছে, বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জনগণ তা মেনে নেবে না। 

চন্দনাইশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বিগত ২০১৮ ও ২০২১ সালের নির্বাচনের সময়কালে চন্দনাইশের জনগণের নির্ভীক ভূমিকা রয়েছে। কোভিড আক্রান্ত হওয়ার ভয় উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন। অনেকে গ্রেপ্তার হয়েছেন। তবু গণতন্ত্রের সংগ্রামে পিছু হটেননি।

দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য কর্ণফুলী সেতুর পাশে একটি বাস টার্নিমাল নির্মাণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা যানজট। বৃহস্পতি, শুক্র ও শনিবারে কর্ণফুলী সেতু এলাকায় প্রচুর যানজটের সম্মুখীন হতে হয়। যানজট নিরসনে অনতিবিলম্বে কর্ণফুলী নতুন ব্রিজের পাশে নগর অংশে একটি বাস টার্মিনাল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি। জায়গা চিহ্নিত করে জেলা প্রশাসককে (ডিসি) প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছি। আশা করি এটি শিগগিরই বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের ৭০ লাখ মানুষের দায়িত্ব আমার কাছে আমানত, আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্যকে সম্পদে রূপান্তর করে ক্লিন সিটিতে পরিণত করতে পারি। দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের ভয় নেই, আমি আপনাদের সঙ্গে আছি, অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। কোন সমস্যা হলে মেয়র ভবনে চলে আসবেন, সমাধানের চেষ্টা করবো।

চন্দনাইশে জন্মগ্রহণ করা চসিকের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনকে সংবর্ধনা প্রদান উপলক্ষে উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের আনাচকানাচে পোস্টার-ব্যানারে ছেয়ে যায়। পাশাপাশি শনিবার দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলে মিছিলে যোগ দিয়ে অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত করে।

আয়োজক কমিটির আহ্বায়ক ও চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জুর হোসেন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মারুফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুস সালাম মামুন, চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাড. মিজানুল হক, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ, বিএনপি কেন্দ্রীয় নেতা এমএ হাশেম রাজু, নজরুল ইসলাম, এমদাদুল হক বাদশা, আবদুল মাবুদ, শফিকুল ইসলাম রাহি, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, শহীদ খান, বাহার উদ্দিন, সাইফুল করিম, অলি হোসেন মুন্সি, মোরশেদুল আলম, জহিরুল আলম শহীদ, আবদুল মালেক, মজিবুর রহমান, হাবিবুর রহমান, নাজিম উদ্দীন, সেলিম উদ্দিন, সিরাজুল ইসলাম, আবদুল মজিদ শাহ, আবু বক্কর, তরিকুল ইসলাম টুটুল,  আজম খান, আবদুল মন্নান, রবিউল হোসেন ছোটন, হেলাল উদ্দিন, মোনেয়ম খান, জাহাঙ্গীর, সেলিম উদ্দিন, সাইফুল ইসলাম ইসলাম প্রমুখ।

আরও খবর

Sponsered content