চট্টগ্রাম

নবীনগর অবৈধভাবে বালু উত্তোলন করায় দন্ড

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ৬:৩৫:৫৩ প্রিন্ট সংস্করণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার, জেলা প্রশাসকের নির্দেশনায় গত মঙ্গলবার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের নীলনগর ও জিনোদপুর বাজারের পার্শ্ববর্তী স্থানে অবৈধভাবে কৃষি জমি নষ্ট করে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ড্রেজার মালিক মো. রবিন, পিতা- ছগির আহম্মেদ, গ্রাম- কড়ইবাড়ি, উপজেলা- নবীনগর কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় এক (১) বছরের কারাদন্ড এবং ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো তিন (০৩) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকাররি কমিশনার (ভ’মি) ইকবাল হাসান। কৃৃষি জমি রক্ষায় এ অভিযান সার্বিকভাবে তত্ত¡াবধান করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। কৃষি জমি ধ্বংস করে ড্রেজারের মাধ্যমে বালু/মাটি উত্তোলন আইনতঃ দন্ডনীয়। এ ধরনের কার্যক্রম থেকে সকলকে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হলো

আরও খবর

Sponsered content

Powered by