আন্তর্জাতিক

তুরস্কে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ করোনা রোগীর মৃত্যু

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২০ , ৩:৩৪:১৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

অক্সিজেন মেশিনে অগ্নিকাণ্ডে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশে একটি হাসপাতালে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সানকো ইউনিভার্সিটি হাসপাতালের করোনা ইনটেনসিভ কেয়ার ইউনিটে মর্মান্তিক এ ঘটনা ঘটে। বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, উচ্চ ক্ষমতা সম্পন্ন ওই অক্সিজেন মেশিন দিয়ে করোনা আক্রান্ত রোগীদের থেরাপি দেয়া হচ্ছিল।

দুর্ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। অন্য হাসপাতালে নেয়ার পর অপরজন মারা যায়। মারা যাওয়া ব্যক্তিদের বয়স ৬৫ থেকে ৮৫’র মধ্যে।

বিস্ফোরণের সময় বিভিন্ন হাসপাতাল থেকে পাঠানো ১৪ করোনা আক্রান্ত রোগী ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন ছিলেন।

অগ্নিকাণ্ডের পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ঘটনা অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি হিসেবে দেশটির ৭৪ শতাংশ ইনটেনসিভ কেয়ার ইউনিটে রোগী ভর্তি রয়েছে। যদিও মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, প্রতিটি হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে।

শুক্রবার রাতে তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেল ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৪১০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মার্চ থেকে এ নিয়ে মোট আক্রান্ত প্রায় ২০ লাখ।

আরও খবর

Sponsered content

Powered by