চট্টগ্রাম

দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা 

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ৭:০৯:০১ প্রিন্ট সংস্করণ

দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা 

চট্টগ্রামের চন্দনাইশে দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সমাপনী বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন কানাই সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সামশুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, ব‍্যাংকার আব্দুল হামিদ।

বিদ‍্যালয়ের সিনিয়র শিক্ষক ও চন্দনাইশ প্রাথমিক শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ নাজিমউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক রিজওয়ানা নাসরিন,  মোহাম্মদ খোকন, শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, কোষাধ‍্যক্ষ মোহাম্মদ নেজামুল ইসলাম, ডা. মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মামুন, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ সোহেল, শিক্ষক যথাক্রমেঃ- সুমি রাণী নাথ, নীলুফা শারমিন, আব্দুল মোবিন, আইরিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ জামালউদ্দিন প্রমুখ।