ঢাকা

ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

  প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৩৭:১৭ প্রিন্ট সংস্করণ

ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে একমি ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ তৈরির কারখানায় ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অবস্থিত কারখানার ভেতরে দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও দু’জন আহত হয়েছেন।

নিহতরা হলেন গাইবান্ধা জেলার সদর উপজেলার রিভাইদপুর এলাকার সালাম (৪২) ও মমিন (৩০)। আহতরা হলেন একই এলাকার শরিফুল (২৮) ও মোস্তফা (৩০)। তারা সবাই ভবন নির্মাণের পাইলিংয়ের শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, একমি ল্যাবরেটরিজের কারখানার ভেতরে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। সেখানেই অসাবধানতাবশত রড বিদ্যুতায়িত হয়। এতে দু’জন গুরুতর আহতসহ চারজন আহত হন। উদ্ধার করে তাদের সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়ার পথে দু’জনের মৃত্যু হয়। অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, নিহত দুই শ্রমিকের মৃতদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। 

আরও খবর

Sponsered content

Powered by