রংপুর

দিনাজপুরে ১৭ জন আনসার সদস্য প্রত্যাহার

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৪ , ৭:৪৬:৪৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে ১৭ জন আনসার সদস্য প্রত্যাহার

দাবি আদায়ের আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে একাত্মতা ঘোষনার অভিযোগে দিনাজপুরে ১৭ জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। জমা নেয়া হয়েছে ২১৭টি সর্টগান ও ২ হাজার ১৭০ রাউন্ড গুলি।

জানা গেছে, রেষ্ট প্রথা বাতিলের দাবিতে সম্প্রতি রাজধানীতে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আনসার সদস্যরা। তারা সচিবালয় ঘেরাও কর্মসূচীসহ বিশৃংখল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালায়। এ আন্দোলন সফল করতে দেশের বিভিন্ন স্থান থেকে আনসার সদস্যরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহন করে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট মো. হাছান আলী বুধবার বিকেলে জানান, দিনাজপুর জেলায় মোট আনসার সদস্য রয়েছে ৮৯৩ জন। এদের মধ্যে প্রাথমিকভাবে ৭৬ জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়। জমা নেয়া হয় ২১৭টি সর্টগান ও ২ হাজার ১৭০ রাউন্ড গুলি।

পরে আরও যাচাই বাছাই করে ৭৬ জনের মধ্যে ১৭ জন আনসার সদস্যকে চুড়ান্তভাবে প্রত্যাহার করা হয়। বাকী সদস্যদের কাজে যোগদান করানো হচ্ছে। জেলা কমান্ড্যান্ট মো. হাছান আলী আরও জানান, অধিকতর তদন্ত শেষে প্রমাণ পেলে অভিযুক্ত আনসার সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content