রাজশাহী

দুপচাঁচিয়ায় পুষ্টি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  প্রতিনিধি ১৪ মার্চ ২০২২ , ৮:৩৪:৪৬ প্রিন্ট সংস্করণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২০২২ সালের সরকারি ব্যয়ে সুলভ মূল্যে পুষ্টি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলার চৌমুহনী বাজারে জনৈক আজাহারের গোডাউন সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহিরের সভাপতিত্বে চাল বিতরণী কার্যক্রমের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রাং, দুপচাঁচিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্ণেলিউস চিসিম, তালোড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদুল ইসলাম, ট্যাগ অফিসার উপজেলা উপসহকারি প্রকৌশলী মামুন রেজা, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোত্তালেব হোসেন শেখ, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, দুপচাঁচিয়া সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আমিনুর ইসলাম পলাশ, ডিলার আবু জাহেদ প্রমুখ। চৌমুহনী বাজারে এ ডিলারের মাধ্যমে ৬৪৮ জন সুবিধাভোগীদের মাঝে সূলভ মূল্যে পুষ্টি এ চাল বিতরণ করা হয়। এদিন উপজেলার ৬টি ইউনিয়নে ১২ জন ডিলারের মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ৬ হাজার ৭শ ৩৭ জন সুবিধাভোগীদের মাঝে ১০ টাকা কেজি দরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by