রংপুর

দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহের উদ্দিনের জানাযা ও দাফন সম্পন্ন

  প্রতিনিধি ৩০ জুন ২০২০ , ৭:২৪:০৭ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য তাহের উদ্দিন আহমেদ চলে গেলেন না ফেরার দেশে। গত ২৯ জুন দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবন গনেশতলায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ৩ পুত্র ৫ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ১ম জানাযা ও দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ২য় জানাযা শেষে চাঁদগঞ্জ পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। তিনি ১৯৮১ সালে দিনাজপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি দিনাজপুরের অসংখ্য যুবককে এই সংবাদপত্রের জগতে আনেন। তার লেখনিতে সমাজের অন্যায় ও অত্যাচারিরা সবসময় ভীত ছিল। এমন একটি মানুষ পৃথিবীর আলো থেকে বিদায় নেয়ায় দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দৈনিক উত্তরার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ মহসিন, দৈনিক তিস্তার সম্পাদক মিজানুর রহমান লুলু, দৈনিক আজকের প্রতিভার সম্পদক আবু সাঈদ আহমেদ কুমার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্টসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by