প্রতিনিধি ৮ জুলাই ২০২০ , ৭:৫২:১৮ প্রিন্ট সংস্করণ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌর সচিবের কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে অতিরিক্ত করআরোপ না করে ২৯ কোটি ৯০ লাখ ৩২হাজার ২শত ৯৫ টাকার এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল। পৌর মেয়র আমিরুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও পৌর সচিব কার্তিক চন্দ্র দাসের স ালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর ইসলাম প্রাং, গিয়াস উদ্দিন প্রাং, রেখা রানী, নকশাকার ও প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) কাজী রবিউল ইসলাম, ক্যাশিয়ার আনোয়ার হোসেন প্রমুখ।