রাজশাহী

দুপচাঁচিয়ায় পৌষ পার্বণ উৎসব পালিত

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২১ , ৪:১৩:৩৩ প্রিন্ট সংস্করণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :

 

বগুড়ার দুপচাঁচিয়ায় সনাতন ধর্মালম্বীর লোকেরা পৌষ পার্বণ উৎসব পালন করেছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় লোকজ এ উৎসবটি পালিত হয়। জানা যায়, আবহমান কাল ধরে গ্রাম বাংলার এ ঐতিহ্যের উৎসবটি প্রতি বছরই সনাতন ধর্মালম্বীরা পালন করে। এ উপলক্ষে বাংলা সনের পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তিতে পৌষ পার্বণ উৎসবটি পালিত হয়। এর আগের দিন রাতে বাড়ির আঙ্গিনায় ও ঘরের মেঝেতে আতপ চালের গুড়া গুলিয়ে আল্পনা আঁকা হয়। সেই সঙ্গে শোলার তৈরি কদম সদৃস্য ফুল ও মালা ঘরের দরজায়, চালের ডাবরে, গরুর শিং সহ কুলা, চালন ও ডালাতে বেঁধে দেয়া হয়। এছাড়াও রকমারি পিঠা, পুলি ও পায়েস তৈরি করা হয়। পরের দিন ভোরে শিশু হতে বয়োবৃদ্ধ নারী-পুরুষরা স্নান করে খড়ের গুচ্ছে আগুন লাগিয়ে তাপ গ্রহণ করে। সেই সঙ্গে নগর কীর্তণ পরিবেশিত হয়। পরে আত্মীয়-স্বজনদের পিঠা-পায়েস আপ্যায়ণ করা হয়। এটি তাদের লৌকিক ঐতিহ্যের প্রতীক। পৌষ পার্বণ উপলক্ষে বিভিন্ন স্থানে মেলাও বসে। উপজেলার কইল গ্রামের স্বপন চন্দ্র শীল ও ফেঁপিড়া গ্রামের দুর্গা চরণ দাস জানান, লোকজ এ পৌষ পার্বণ উৎসবটি গ্রাম বাংলার ঐতিহ্য। তারা শিশু কাল হতে পূর্ব পুরুষদের এ উৎসবটি ধুমধামের সাথে পালন করতে দেখেছেন। তবে বর্তমানে এ উৎসবের আমেজ আগের মতো আর নেই।

Powered by