দেশজুড়ে

বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৪ , ৪:৪৪:২৪ প্রিন্ট সংস্করণ

বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

বগুড়ায় মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম বলেন, জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল ৯ টায় মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনে আরও তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে।

শহরের রিকশাচালক আলমাছ আলী বলেন, সকাল থেকে কনকনে শীত হাত-পা জমিয়ে ফেলেছে। এভাবে ঠান্ডা চলতে থাকলে রিকশা চালানো দায় হয়ে পড়বে।

হোটেলশ্রমিক জুম্মান মিয়া বলেন, প্রতিদিন ভোরে এসে কাজ শুরু করতে হয়। ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

শহরের হাকির মোড় এলাকার ওষুধ ব্যবসায়ী কামরুল হাসান জানান, তিন-চারদিন ধরে শীতের প্রভাবে ঠান্ডা জনিত রোগব্যাধি বেড়েছে। দোকানে ডায়রিয়া, শ্বাসকষ্ট, কাশি-সর্দি ও নিউমোনিয়া রোগের স্বাভাবিকের চাইতে বেশি বিক্রি হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by