রাজশাহী

দুপচাঁচিয়ায় মহাশ্মশানে চুল্লি নির্মাণে অনুদান প্রদান

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২১ , ৮:৪২:১৪ প্রিন্ট সংস্করণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :

দুপচাঁচিয়া পৌরসভার পক্ষ থেকে কেন্দ্রীয় মহাশ্মশান কালীবাড়ী মন্দিরের শবদাহ করার চুল্লি নির্মাণের জন্য ৭লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে।

 

গতকাল মঙ্গলবার বিকেলে পৌর মেয়র জাহাঙ্গীর আলম মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুর হাতে এ আর্থিক অনুদানের চেক প্রদান করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ গৌর চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর সচিব কার্তিক চন্দ্র দাস, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, আশরাফুজ্জামান সাগর, মন্দির কমিটির সহসভাপতি এ্যাড. উৎপল কুমার বাগচী।

 

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইদ্রিস আলী, কাউন্সিলর আকরাম হোসেন, ইউনুছ আলী মহলদার মানিক, মহিলা কাউন্সিলর শিল্পী বেগম, মন্দির কমিটির সহসভাপতি সুশান্ত মজুমদার, পবন পোদ্দার, যুগ্ম সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির প্রমুখ।

 

 

 

আরও খবর

Sponsered content