রাজশাহী

দুপচাঁচিয়া বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ৭:৩৩:৩২ প্রিন্ট সংস্করণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় পাইলটিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহা. আবু তাহির।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, প্রাক্তন শিক্ষক হারেজ উদ্দিন আহম্মেদ, প্রাক্তন ছাত্র ও ওয়ালটন ক্যামিক্যাল ইন্ডাষ্ট্রিজ এর সাপ্লাই চেইন ইনচার্জ নাহিদ পারভেজ প্রমুখ।

এসময় প্রাক্তন ছাত্র বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা প্রমুখ।

আরও খবর

Sponsered content