ময়মনসিংহ

‘নিরাপত্তা নিশ্চিতে গ্রাম পুলিশ সদস্যদের আরও সক্রিয় হতে হবে’

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ৮:১৫:৪০ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলাম বলেছেন, গ্রামীণ জনপদে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও সক্রিয় হবার আহŸান জানিয়েছেন। সোমবার দুপুরে কেন্দুয়া থানা গ্রাঙ্গণে কর্মরত গ্রাম পুলিশদের সাপ্তাহিক সমাবেশে তিনি আহবান রাখেন। তিনি আরো বলেন-চুরি,জুয়া ও নারী নির্যাতনের মত অপরাধ বেশি সংঘটিত হয় গ্রামে। এসব অপরাধ ঠেকাতে আপনাদের (গ্রাম পুলিশদের) সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ার মাত্র থানা পুলিশকে অবহিত করতে হবে। এসব ঘটনায় তথ্য প্রদানে অবহেলা করলে কাউকে ছাড় দেয়া হবে না। এসময় গ্রাম পুলিশ সদস্যদের কথাও শুনেন তিনি। পরে পেমই তদন্ত কেন্দ্র পরিদর্শনে যান এবং কর্মরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আগষ্ট মাসে দ্বায়িত্ব পালনে সবাইকে সর্তক থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান রাখেন তিনি। এসময় কেন্দুয়া থানা ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ও পেমই তদন্ত কেন্দ্রে ইনচার্জ ওসি (তদন্ত) খায়রুল বাশার উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by