ঢাকা

দুর্গা পূজা উদযাপন চ্যালেঞ্জ’কে জনগণ স্বতঃস্ফূর্তভাবে মোকাবেলা করেছে

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৪ , ৩:৪৬:৩৪ প্রিন্ট সংস্করণ

দুর্গা পূজা উদযাপন চ্যালেঞ্জ'কে জনগণ স্বতঃস্ফূর্তভাবে মোকাবেলা করেছে

এবারের দুর্গা পূজা উদযাপন চ্যালেঞ্জ কে জনগণ স্বতঃস্ফূর্তভাবে মোকাবেলা করেছে বলে মন্তব্য করেছেন সিনিয়র স্বরাষ্ট্র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

শুক্রবার রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার স্বর্গীয় আশুতোষ নাগ (ভক্ত)  শ্রী শ্রী দূর্গা মন্দির মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আগামীতে এই সাম্প্রদায়িক সম্প্রতির বন্ধন অটুট রাখা ও দুষ্কৃতিকারীদের বিষয়ে সর্তক থাকার আহ্বানসহ পৃথিবীতে ন্যায় বিচার শুধু একমাত্র জনগণই প্রতিষ্ঠা করতে পারবে।

এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশুলিয়া থানা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আশীষ চন্দ্র নাগের সভাপতিত্বে ও সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক বাবু বরুণ ভৌমিক নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো: জুবায়ের এবং ঢাকার জেলার সাভার সার্কেলের এএসপি মো: শাহীনুর কবির।