চট্টগ্রাম

দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে তারুণ্যের উৎসব

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১৪:৪৯ প্রিন্ট সংস্করণ

দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে তারুণ্যের উৎসব

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ‘উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব’ কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয়। তারুণ্যের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সহকারী সচিব মিসেস মোছাম্মৎ রাশেদা আকতার।

তারুণ্যের উৎসব উপলক্ষে এক আলোচনা সভা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহারের সভাপতিত্বে এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের সদ্য অবসর প্রাপ্ত অধ্যক্ষ মিসেস ঝিনু আরা বেগম, শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোরশেদা বেগম, মুহাম্মদ নুরুল আলম আযাদ ও ফারজানা হক সুমি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নিয়ে ফিতা কেটে মেলার স্টলসমূহ উদ্বোধন করেন। কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন আইটেমের বিশটি স্টলে নিজস্ব পণ্যে প্রদর্শন ও বেচা-কেনা চলে। বিপুল উদ্দীপনা ও আনন্দে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সুফি ব্যান্ডের তারাকা সংগীত শিল্পী ও চ্যানেল-আই সেরা কণ্ঠ রানার-আপ পুরস্কার প্রাপ্ত এই কলেজের প্রাক্তন ছাত্র প্রান্ত তালুকদার, নজরুল ইসলাম সাকিব ও তরুণ সংগীত শিল্পী রওনক শুভ্র। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী তরুণ উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন।

আরও খবর

Sponsered content