প্রতিনিধি ১১ মে ২০২০ , ৬:১৩:১৩ প্রিন্ট সংস্করণ
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সীমান্তবর্তী দেওয়ারগঞ্জ উপজেলার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পাথরেরচর বিওপি’র অভিযানে একশ পিছ ভারতীয় ইয়াবা সহ দুই জন কে আটক করেছে বিজিবি।
জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ জানান, গতকাল নাঃ সুবেঃ আহম্মদ আলী এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭৭/৪–এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ১শত পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০২টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৮হাজার টাকা আটক করেন।
আটককৃত দুই ব্যক্তি হলেন বকশীগঞ্জ উপজেলার পাইকার পাড়া গ্রামের মৃত ইসলাম খাঁ ছেলে মোঃ বাবুল মিয়া (২৫), ষাড়মারা গ্রামের –মোঃ সিরাজুল হকের ছেলে মোঃ রিপন মিয়া(২২)। আটককৃত দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।