খুলনা

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলার দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২০ , ৭:১৬:১৯ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : বৈশ্বিক জলবায়ু কার্যক্রম দিবসের অংশ হিসেবে সুইডিস পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের আহবানে সাড়া দিয়ে ২০ সেপ্টেম্বর হইতে ২৭ সেপ্টেম্বর পযর্ন্ত (গ্লোবাল ক্লাইমেট স্টাইক )কর্মসূচি আয়োজন করে ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। গত শুক্রবার সকাল ১০টায় ঝালকাঠির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে তরুণরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা, ঝালকাঠি জেলা ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়কারী তন্ময় চন্দ্র, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পঙ্কজ কুমার দে, মাহমুদুর হাসান মান্না, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তথা ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সহ সমন্বয়ক অসিত সরকার, জেলা ছাত্রলীগ নেতা রাজু বনিক আকাশ, তারুন্যের কন্ঠস্বরের সমন্বয়ক নাসরিন সারা, বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ ঝালকাঠি শহর শাখার সাধারণ সম্পাদক বিষ্ণু মজুমদার, যুবায়ের মালিক, সোনারবাংলা ব্লাড ব্যাংকের সদস্য মোহাম্মদ হাসিব, বাঁধন রায়।

আরও খবর

Sponsered content

Powered by