প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৪১:৩৮ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার দেবিদ্বারে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও’র সভাকক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পবিত্র মাহে রমজান সুষ্ঠভাবে পরিচালিত করার লক্ষ্যে ব্যবসায়ি, সরকারি-বেসরকারি কর্মকর্তা- কর্মচারি, শিক্ষক, সাংবাদিকসহ সুশিল সমাজের লোকজনের উস্থিতিতে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচকরা বলেন, ফুটপাত দখল মুক্ত রাখা, অটোরিক্সা, সিএনজি ও ভ্যানগুলো
নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা, গরুর মাংস বিক্রয় কেন্দ্রগুলো পরিচ্ছন্ন, মূল্য নির্ধারন এবং সঠিক মাপের উপর গুরুত্ব দেয়া, ভেজাল খাদ্য বিক্রি না করা, ফুটপাতে ইফতার সামগ্রীসহ বিভিন্ন পর্ষদের দোকান না বসানো, পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করা, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা, ভোক্তা ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যাংক পাড়া ও বাজার এলাকায় নিরাপত্তা জোরধার করায় আইনশৃংখলা বাহিনীর ভূমিকা জোরধার করা, ইফতার, সেহেরী ও তারাবির নামাজ আদায়কালে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখাসহ নানা বিষয়ের উপর আলোকপাত করা হয়। সিদ্ধান্তের ব্যতিক্রম হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানার কথাও বলা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা তারিক আজিজ রিগান, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আকিয়াব হোসেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. ময়নাল হোসেন, হাসপাতাল মালিক সমিতির নেতা মো. আব্দুল আলীম, মো. তমিজ উদ্দিন, শিক্ষক নেতা মো. সাইফুল ইসলাম মোরশেদ, ব্যবসায়ি মো. রাসেল, মো. সামসুল হক প্রমুখ। আলোচনা শেষে সামাজিক সচেতনা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালীর আয়োজন করা হয়।