চট্টগ্রাম

দেবিদ্বারে ‘বন্ধু উন্নয়ন সংস্থার’ খাদ্য সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৪ , ৮:১০:৩৫ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বারে 'বন্ধু উন্নয়ন সংস্থার’ খাদ্য সামগ্রী বিতরণ

কুমিল্লার দেবীদ্বারে মাহে রমজানকে সামনে রেখে ৫শত হতদরিদ্র পরিবারের মাঝে চাউল, ডাল, বোট, আলু, তেল, চিনিসহ ২২ কেজির খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’।

শনিবার সকাল ১১টায় সংস্থাটির দেবীদ্বারস্থ মোহাম্মদপুর ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে জিএফবি গ্রুপ ও নিউ জার্সি বাংলাদেশি কমিউনিটির অর্থায়নে ১০ লাখ টাকার ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান এমএ ওয়াদুদের সভাপতিত্বে এবং জামাল উদ্দিনের পরিচালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকামতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম, মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক সমাজসেবা কর্মকর্তা আব্দুল কাইয়ুম সরকার, ‘বন্ধু উন্নয়ন সংস্থা’ চক্ষু অপারেশনের সমন্বায়ক রাজু আহম্মেদ ও মো. মোশাররফ হোসেন ভূইয়া প্রমুখ।সংস্থার চেয়ারম্যান এমএ ওয়াদুদ জানান, ‘বন্ধু উন্নয়ন সংস্থা’ প্রতিষ্ঠার পর থেকে গত ২২ বছর ধরে বিভিন্ন দাতা সংস্থা ও ব্যক্তির অনুদানে কর্মসংস্থানে ঋণ বিতরণ ছাড়াও দরিদ্র অসহায় মানুষের উন্নয়নে পাশে আছে।

প্রতিবছর ১১টি জেলার হাজার হাজার অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও ইদ সামগ্রী, কোরবানি ঈদে গরুর মাংস, গৃহহীনদের গৃহায়ন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, শিক্ষা বৃত্তি প্রদান, শীতবস্ত্র ও খাদ্য সামগী প্রদান, বিনামূল্যে চিকিৎসা, ঔষধ প্রদানে সহায়তায় করে আসছে।

বিভিন্ন সময়ে করোনা ও দুর্যোগ অবস্থায় সহযোগিতা ছাড়াও প্রায় ১১ হাজার অসহায় দরিদ্র এবং পুলিশ সদস্যদের চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশনে অভূতপূর্ব অবদান রেখেছে।

আরও খবর

Sponsered content

Powered by