চট্টগ্রাম

দেবিদ্বারে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী ও মিছিল

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ৭:৪৪:০০ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বারে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী ও মিছিল

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেবিদ্বারের মোহাম্মদপুর গ্রামে র‌্যালী ও মিছিল  করা হয়েছে। মোহাম্মদপুর গ্রামের, জামিয়া ইসলামীয়া মোহাম্মদপুর(ক্বওমী মাদ্রাসা)’র মোহতামিম মুফতি এনামুল হাসান ফরহাদের  উদ্যোগে এলাকার ইমাম- ওলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা শনিবার বাদ আছর মোহাম্মদপুর মাদ্রাসা মার্কেট হইতে মাহে রমজানের স্বাগত র‌্যালীটি বের করে। এর পর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে এসে র‌্যালীটি শেষ হয়।

র‌্যালী ও মিছিল শেষে বিভিন্ন মসজিদের ইমামগণ ও এলাকার তৌহিদী জনতা ঘোষণা দেন যে,আমাদের এলাকায় দিনের বেলা কোন খাবার হোটেল খোলা রাখা যাবে না। এছাড়া নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। নামাজের সময় মসজিদে আজান হলে সকল মুসলমান দোকানদারগণ দোকান বন্ধ করে মসজিদে নামাজ আদায় করতে হবে। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ছোটনা মডেল হাইস্কুলের শিক্ষক মাওলানা আবদুছ ছামাদ,  মোহাম্মদপুর নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. হাবিবুর রহমান ও অত্র মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষক মাওলানা নুরুল আমিন, মোহাম্মদপুর পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদের খতিব মোঃ ছাইদুল ইসলাম, মোহাম্মদপুর দক্ষিণপাড়া দারুল মাক্বাম জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ, শ্রীপুর শাহী ঈদগাহ মসজিদের খতিব হাফেজ তানভীর হোসাইন,সেভেন রিংস সিমেন্টের টেরিটোরি অফিসার মো. আমির হোসেন, মনিরুল ইসলাম, আব্দুর রশিদ ও আব্দুর রব প্রমুখ।

আরও খবর

Sponsered content