চট্টগ্রাম

চাঁদপুরে ধসে গেছে ব্রিজ: বিচ্ছিন্ন ১০ গ্রামের মানুষ

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২২ , ৫:১৩:২৩ প্রিন্ট সংস্করণ

মাহফুজুর রহমান, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব পৌরসভার শোভনকর্দী এলাকায় ভারি বর্ষণ ও তীব্র স্রোতের ফলে ধসে পড়েছে একটি ব্রিজ। এতে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের ১০ গ্রামের মানুষের চলাচলব্যবস্থা। দুর্ভোগে পড়েন এলাকার কয়েক হাজার মানুষ।

গত রোববার ভোরে ভারি বৃষ্টিপাত ও তীব্র প্রবাহের ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ হওয়ার পর ব্রিজটি হেলে পড়ে। এই ব্রিজ দিয়ে আশপাশের ১০ গ্রামের মানুষ যাতায়াত করে।

জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে ২০ ফুট দৈর্ঘ্য এবং ১৫ ফুট প্রস্থের এই ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছিল ১৬ লাখ ৭৫ হাজার ৫৩০ টাকা। সেতুটি নির্মাণের স্থান ছিলো পৌরসভার পাশের একটি ইউনিয়নে। কিন্তু শোভনকর্দী ও তার আশপাশের বাসিন্দাদের দুর্ভোগের কথা ভেবে সেতুটি এখানে নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণকালে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিলো বলে অভিযোগ এলাকাবাসীর।

তবে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন।

আরও খবর

Sponsered content

Powered by