প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৪ , ৮:০৭:২৩ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাচিসাইর গ্রামে দেবিদ্বার টু চান্দিনা সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছে । নিহতের নাম মোঃ শাহজালাল (৪০)। সে দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের (ওসমানের বাড়ির) মৃত: সিদ্দিকুর রহমান এর পুত্র। পেশায় একজন অটোরিকশা চালক।
বুধবার ৬ নভেম্বর সকালে দেবিদ্বার টু চান্দিনা সড়কের কাচিসাইর গ্রামের(মোল্লা বাড়ির) সামনে দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনার সময় প্রত্যক্ষদর্শী স্হানীয় আলমগীর হোসেন জানান, সকালে হঠাৎ আমার চা দোকান থেকে একটি অটোরিকশা উল্টে যেতে দেখে দৌড়ে আসি। এসেই দেখি অটোরিকশার চালক তার গাড়ির নিচে চাপা পড়ে আছে। আমি দ্রুত তাকে উদ্ধার করে কাচিসাইর বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি।
পরে চালকের অবস্থা সংকটাপন্ন হলে কুমিল্লা মেডিকেল হসপিটালে স্হানাস্তর করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, দেবিদ্বার টু চান্দিনা রাস্তাটি বর্তমানে সময়ের ব্যস্ততম একটি সড়ক। প্রয়োজন ক্ষমতার দ্বিগুন যানবাহন চলাচল করে এ রুটে। মাত্রাতিরিক্ত গতিতে প্রতিটি গাড়ি ছুটে চলে এ সড়কটিতে। হয়তো দূর্ঘটনার স্হলে রাস্তার মোড়টিতে কোন গাড়ি অতিরিক্ত গতিতে আসায় অটোরিকশা চালক সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে তার নিজ গাড়ির নিচে চাপা পড়ে।