চট্টগ্রাম

দেবিদ্বারে ২ ইটভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানাসহ সিলগালা

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০২:০০ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বারে ২ ইটভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানাসহ সিলগালা

কুমিল্লার দেবীদ্বারে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুইটি ব্রিক ফিল্ডকে ৫ লক্ষ টাকা করে ১০ লক্ষ টাকা জরিমানাসহ সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা ইট ভাটার চুল্লি পানিতে ভরিয়ে দিয়েছেন। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন। 

অবৈধভাবে ইটভাটা পরিচালনা এবং আবাদী জমির উর্বর মাটি কাটা ও পোড়ানোর দায়ে এলাহাবাদ ইউনিয়নের ডালকরপাড়া ‘লিমা   ব্রিকস্ ফিল্ডের’ ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামকে ৫ লক্ষ টাকা এবং জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর ‘এম,এস ব্রিকস্ ফিল্ডের’ ব্যবস্থাপক মো. বিল্লাল হোসেনকে ৫ লক্ষ টাকা জরিমানাসহ উভয়  বিক্স্ ফিল্ডকে সিলগালা করে দেয়া হয়েছে। ব্রিকস্ ফিল্ড দু’টিতে নতুন করে পোড়ানো ইটের চুল্লির আগুন নেভাতে পানি দিয়ে চুল্লি দু’টি ভরিয়ে দেয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩, সংশোধিত-২০১৯’র ধারা ৫(১)১৫ আইনে ইটভাটা ও অবৈধ মাটিকাটা এবং নিয়ম নীতি না মেনে ব্রিকস্ ফিল্ড পরিচালনা করার দায়ে তাদের জরিমানা এবং সিলগালা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

আরও খবর

Sponsered content