চট্টগ্রাম

দেবীদ্বারে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে’র আলোচনা সভা

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৬:৫৫:২৪ প্রিন্ট সংস্করণ

দেবীদ্বারে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে’র আলোচনা সভা

জন্ম- মৃত্যু নিবন্ধনে শতভাগ সাফল্য বয়ে আনতে সচেতনতার বিকল্প নেই। জন্ম নিবন্ধনে শিক্ষাজীবন, কর্মজীবন, প্রবাসজীবন, বিয়ের রেজিষ্ট্রি, ভোটার নিবন্ধন, জনসংখ্যার গতিপ্রকৃতির হিসাবসহ নিত্যদিনের প্রতিটা ক্ষেত্রে যেমন প্রয়োজন তেমনি মৃত্যু নিবন্ধনেরও ওয়ারিশদের সম্পত্তি বন্টন, বীমা দাবী পুরন, মৃত্যুর কারন অর্থাৎ রোগবালাই গবেষণা, জনসংখ্যার পরিমান নির্ধাণসহ নানা কাজে প্রয়োজন।  

রোববার সকাল ১১টায় ইউএনও’র সভাকক্ষে দেবীদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়েজিত ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে’র আলোচনায় বক্তারা ওই বক্তব্য তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ, অধ্যাপক অহিদুর রহমান, দেবীদ্বার মডার্ণ হসপিটালের চেয়ারম্যান মো. তমিজ উদ্দিন, দেবিদ্বার বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারন সম্পাদক মো. ময়নাল হোসেন ভিপি, বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সমন্বয়ক নাজমুল হাসান নাহিদ, বড়শালঘর ইউপি সচিব নেপাল চন্দ্র দাস, রেজাউল হক, শ্রীকৃষ্ণ দেবনাথ, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, প্রমুখ।