প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ৭:৩৬:১৫ প্রিন্ট সংস্করণ
সারাদেশ ব্যাপী নারকীয় ধর্ষণসহ নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে দেবীদ্বারে মানব বন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ‘কিশোর-কিশোরী ও ভূমিহীন সংগঠনের উদ্যোগে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই শ্লোগানে সারাদেশে নারকীয় ধর্ষণ, কন্যা শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য, নির্যাতনের প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় সহ-সভাপতি পরশ কর, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, নিজেরা করি সংস্থার বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম, জেলা সমন্বয়ক আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা পরিমল শীল, ভূমিহীন সংগঠন নেতা আঃ ওয়াদুদ ও হাজেরা বেগম, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির চান্দিনা উপজেলার আহবায়ক তানিয়া আক্তার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা নেতা দিপ্ত দেবনাথসহ কিশোর কিশোরী ও ভূমিহীন সংগঠনের কর্মী ও সদস্যরা।
বিক্ষোভে বক্তরা বলেন, শত শত প্রাণের বিনিময়ে ও রক্ত দিয়ে আমরা ২৪ শের স্বাধীনতা পেয়েছি। ২৪ শের বাংলায় কোন ধর্ষকের ঠাই হবে না। সারাদেশে চলমান ধর্ষণ এর ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেপ্তারের দাবি ও প্রকাশ্যে বিচারের দাবী জানান। এবং সারাদেশে চলমান খুন, ধর্ষণ ও মব জাস্টিস বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান। যদি তাদের দাবি না মানা হয় সারা দেশে আবারো ধর্ষণ বিরোধী বিক্ষোভ ও অবরোধের ডাক দেয়ার হুশিয়ারি দেন।