প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:১৫:০৭ প্রিন্ট সংস্করণ
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার পানুয়ারপুল মাদ্রাসা প্রাঙ্গনে ‘দক্ষিণ ভিংলাবাড়ি যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাদ্রাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে কোরআন শরীফ ও পাঞ্জাবী বিরণ অনুষ্ঠান হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মো. জুয়েল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, মো. সালমান সরকার, মো. ইব্রাহীম মূন্সী, মো. কবির হোসেন প্রমুখ।
আয়োজকরা জানান, আমরা ‘দক্ষিণ ভিংলাবাড়ি যুব কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবছর মাহফিলের আয়োজন করে থাকি। মাহফিলের চেয়ে দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের বিবেচনায় এবার পানুয়ারপুল কনেজুল উলুম মাদ্রাসা, মীর্জানগর নূরে মদীনা আল ইসলামিয়া কওমি মাদ্রাসা এবং দক্ষিণ ভিংলাবাড়ির এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন ও পাঞ্জাবী বিতরণ করেছি।