চট্টগ্রাম

লক্ষীপুরে রাতের আঁধারে জলাশয়ে বিষ দিয়ে মাছ নিধন

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৩ , ৬:৫১:৩২ প্রিন্ট সংস্করণ

লক্ষীপুর প্রতিনিধি:

লক্ষীপুরে রাতের আঁধারে একটি জলাশয়ে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকারমাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বিষ প্রয়োগের ফলে সকালে জলাশয়ের মাছ মরে ভেসে উঠতেদেখেন মৎস্য চাষী নুরুজ্জামান। সদর উপজেলার টুমচর ইউনিয়নের দক্ষিণ কালিরচর গ্রামে এ ঘটনাঘটে। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। নুরুজ্জামানএকই গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। সে পেশায় কৃষি কাজের পাশাপাশি ৩টি জলাশয়েমাছ চাষ করেন।

ক্ষতিগ্রস্থ নুরুজ্জামান জানান, কৃষিকাজের পাশাপাশি ৩টি জলাশয়ে মাছ চাষকরেন। বর্তমানে ২টি জলাশয়ের মাছ এনে একটিতে রাখা হয়েছে। গতরাতে কে বা কারা প্রতিহিংসাকরে বিষ প্রয়োগ করলে তার জলাশয়ের মাছগুলো মরে ভেসে উঠে। এতে তার প্রায় ৩ লাখ টাকারমাছ বিনষ্ট হয়। প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবি করেন তিনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন,এবিষয়ে কেউ পুলিশকে জানায়নি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করেপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by