চট্টগ্রাম

দেবীদ্বারে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৩৩:৫৮ প্রিন্ট সংস্করণ

দেবীদ্বারে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

মাজারে হামলা ভাংচুর, চাঁদাবাজী- লুটপাট, জবরদখলের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কোথাও সম্পৃক্ততা নেই।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ‘ডায়না হোটেলে’ আয়োজিত দেবীদ্বারের কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জামায়াত নেতারা ওই বক্তব্য তুলে ধরেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন,- ঘূষ-দূর্নীতি, সন্ত্রাস, লুটপাট, জবরদখল রোধে প্রশাসনসহ সর্বস্তরের জনগনকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করে তাদের ধর্মীয় উপাসনায় অভয় দিয়ে আসছি।

বন্যাদূর্গতদের পাশে থেকে তাদের খাদ্য এবং আবাসন নির্মাণে কাজ করছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেবীদ্বারের ১০ জন শহীদ অসহায় পরিবারের উন্নয়নে এবং আহতদের চিকিৎসা সেবায় কাজ করে যাচ্ছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রক্ত যাতে বৃথা যেতে না পারে, সে লক্ষ্যে বৈষম্যহীন বাসযোগ্য বাংলাদেশ বিনীর্মাণে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর আমীর ফেরদৌস আহমেদের সঞ্চালনায় এবং উপজেলা আমীর অধ্যাপক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা আমীর মো. সাইফুল ইসলাম শহীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মো. গোলাম মোস্তফা, উপজেলা সেক্রেটারী মো. রুহুল আমিন খান, পৌর সেক্রেটারী ক্কারী মো. ওয়ালী উল্লাহ প্রমুখ।

আরও খবর

Sponsered content