বাংলাদেশ

দেশের মানুষের কাছে র‌্যাব আস্থার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ৯:১৭:৪২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘র‌্যাব দেশের জনগণের আস্থার প্রতীক। সন্ত্রাস দমন, জলদস্যু, জঙ্গি দমন, ভেজালবিরোধী অভিযানে র‌্যাব আস্থার প্রতীক। তারা জলদস্যু, বনদস্যু ও জঙ্গিদের আত্মসমর্পণ ও পুর্নবাসন করে দৃষ্টান্ত স্থাপন করেছে।’

আজ বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের লং বিচ হোটেলের বলরুমে ‘নবজাগরণ: অপরাধকে না বলুন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র‍্যাবের কাজের সুনাম আজ শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এ সুনাম আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘মিয়ানমারে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। নাফ নদী রক্তে রঞ্জিত হয়েছে। তখন প্রধানমন্ত্রী বললেন, আমরা ১৯৭১ সালে ভারতে আশ্রয় নিয়েছিলাম। রোহিঙ্গাদের জীবন বাঁচাতে দাও। তিনি বিজিবিকে বললেন, তোমরা সরে দাঁড়াও, রোহিঙ্গারা ঢুকলো। তারা এখনও আছে, অনেক সমস্যা হচ্ছে। আমরা সম্মানজনকভাবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তাদের ফেরত দিতে চেষ্টা করছি।’

আসাদুজ্জামান খান বলেন, ‘আমেরিকা স্বাধীনতার পর বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। কিন্তু তাদের দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশের কর্মকর্তাদের বলেছিলেন, তোমরা বাংলাদেশকে ফলো করো। বাংলাদেশ আজ কোথায়।’

তিনি বলেন, ‘আমরা জঙ্গিদের ধরেছি, পুনর্বাসন করেছি। কক্সবাজারে সবাই একবার আসতে চায়, পর্যটকরা যদি এখানে পরিপূর্ণ আনন্দটা না পায়, তাহলে সেটা ভালো হয় না। সেজন্য এখানে সব বাহিনী কাজ করছে।’

আরও খবর

Sponsered content

Powered by