বাংলাদেশ

দেশে ডেঙ্গু আক্রান্ত আরো ১১ জন

  প্রতিনিধি ৯ জুন ২০২৩ , ৬:১৫:২১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১১ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে নয়জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৫১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৪৩৯ জন ঢাকায় এবং ৭১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দুই হাজার ৮৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় দুই হাজার ১২৮ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছে ৭৩৭ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে দুই হাজার ৩৩৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে। তাদের মধ্যে এক হাজার ৬৭২ জন ঢাকার ও বাকি ৬৬২ জন অন্য জেলার বাসিন্দা।

এছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের।
সূত্র : ইউএনবি

আরও খবর

Sponsered content

Powered by