দেশজুড়ে

দোহাজারীতে ত্রাণ বিতরণ বাতিঘর ফাউন্ডেশনের

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩ , ৪:৩৭:১৭ প্রিন্ট সংস্করণ

দোহাজারীতে ত্রাণ বিতরণ বাতিঘর ফাউন্ডেশনের

অবিরাম মুষলধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে শঙ্খ নদীর পানি বৃদ্ধি পেয়ে দুই তীরের লোকালয়ে প্রবেশ করে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।

বন্যায় পানিবন্ধী হয়ে চুলা জ্বালাতে না পারায় অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছিলেন দিনমজুর, শ্রমজীবী, কৃষকসহ নিন্ম আয়ের সাধারণ মানুষ। এমতাবস্থায় দোহাজারী পৌরসভার সরকার পাড়া এলাকার সামাজিক সংগঠন বাতিঘর ফাউন্ডেশন আর্ত মনবতার সেবায় এগিয়ে এসে সংগঠনের সদস্যদের নিজ অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে।


দোহাজারী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কিল্লাপাড়া এলাকায় শুকনো খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আতিক মনসুর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সাকিবসহ সংগঠনটির সদস্যবৃন্দ।

আরও খবর

Sponsered content