প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৪ , ৩:২৩:৫৫ প্রিন্ট সংস্করণ
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা বিএনপি।
বুধবার (১৪ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভা সদরস্থ হাজারী শপিং সেন্টারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে দোহাজারী পৌরসভা বিএনপি’র আহবায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব বাবু খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা ফয়েজ আহমদ, আমির হোসেন, কামাল উদ্দিন, আব্দুল হাকিম, শাহজাহান, সামশুল আলম, দোহাজারী পৌরসভা যুবদল আহবায়ক ইফতেখার উদ্দিন সুমন, সদস্য সচিব মাহফুজুর রহমান, জাহেদ, মীর হোসেন, মানিক, ওয়াসিম, স্বেচ্ছাসেবক দল নেতা আজগর আলী, জয়নাল, শ্রমিক দল নেতা আব্দুস ছাত্তার সানি, বেলাল, ছাত্রদল নেতা তারেক, হিরু, আজিজ প্রমুখ।
বক্তারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানায়।