চট্টগ্রাম

দোহাজারীতে মসজিদ দাবি নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৪ , ৫:৩৭:০১ প্রিন্ট সংস্করণ

দোহাজারীতে মসজিদ দাবি নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা যুবলীগের আহ্বায়ক মনসুর আলী ফয়সালসহ তার ভাইয়েরা তাদের পিতার মসজিদ দাবি করায় এলাকাবাসী ও মুসল্লিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

শুক্রবার বিকালে দোহাজারী পৌরসভার শামসের আউলিয়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্বে করেন সাবেক কাউন্সিলর মো. আলমগীর। আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মোহাম্মদ বাহাদুর ইসলাম, মোহাম্মদ ইউনুস, শাহ আলম, সাইফুল ইসলাম সুমন, নাসির উদ্দিন, দিল মোহাম্মদ, মো. ছাবের, মো. ফারুক, মো. নয়ন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মাওলানা খোরশেদ আলম রিজভী ও তার ভাইয়েরা তাদের পিতার মসজিদ দাবি করে গত ১৬ বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মসজিদের দখলদারিত্ব, টাকা আত্মসাৎ, এলাকাবাসীকে নামাজ আদায়ে বাধা প্রদান, মসজিদ পরিচালনা কমিটি গঠন করতে বাধা প্রদান করে মিথ্যা মামলাসহ নানা অনিয়ম হয়রানির করে আসছে। এ ব্যাপারে প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান বক্তারা। বিগত ১৬ বছর ধরে সমাজের মানুষ এই ধরনের বিরোধের কারণে মসজিদে নামাজ আদায় করছেন না বলে বক্তব্যে উল্লেখ করে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রশাসন যদি উভয় পক্ষকে নিয়ে সমাধান না করে, তাহলে এলাকাবাসী আগামী শুক্রবার একজন খতিব ও কমিটি নিয়োগের মাধ্যমে মসজিদে জুমার নামাজ আদায় করবেন বলে হুশিয়ারী প্রদান করেন বক্তারা।

আরও খবর

Sponsered content